EIIN: 108373, College Code: 1918, School Code : 1054
Khilgaonhighschoold@yahoo.com
অধ্যক্ষের বাণী
শিক্ষিত ব্যক্তি একটি জাতি তথা উন্নত রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের শিশু আগামী দিনের স্বপ্ন এবং দেশ ও জাতির পরম সম্পদ । যে শিশু আজ মাতৃস্নেহে লালিত হয়েছে, সেই শিশুই আগামী দিনের সুনাগরিক।
শিশুর পরিপূর্ণ বিকাশ ও শিশুকে যোগ্য নাগরিক ও আদর্শ মানুষ রূপে গড়ে তোলার কাজ করে শিক্ষক তথা শিক্ষা প্রতিষ্ঠান । আমাদের অভিজ্ঞ ও প্রশিক্ষনপ্রাপ্ত শিক্ষকমন্ডলী খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের জ্ঞানের উন্মেষ ঘটিয়ে মহত্বের চেতনায় উজ্জীবিত করতে এবং নৈতিকতা বোধে জাগ্রত করে সুন্দর জাতি তথা যোগ্য নাগরিক গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।
1961 খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী মাতৃস্থানীয় শিক্ষা-প্রতিষ্ঠানটি ঢাকার প্রাণ কেন্দ্র খিলগাঁও এ অবস্থিত । ‘সুশিক্ষাদান,আলোকিত ও আদর্শ মানুষ গড়ার অঙ্গীকার’ এই মূলমন্ত্র নিয়েই এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি একটি সুশৃঙ্খল ও প্রগতিশীল শিক্ষার্থী গড়ে তুলতে দৃঢ় সংকল্পবদ্ধ । এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুখস্থ বিদ্যার বৃত্ত থেকে বের হয়ে প্রযুক্তি নির্ভর ও আধুনিক শিক্ষা গ্রহন করছে। এই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের জাতীয় শিক্ষাক্রম রূপেরেখা-21 অনুযায়ী শ্রেণি শিখনকে সহজ ও প্রানবন্ত করার জন্য রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ শ্রেণিকক্ষ, পর্যাপ্ত বৈজ্ঞানিক সরজ্ঞামদি সমৃদ্ধ বিজ্ঞানাগার,শেখ রাসেল ডিজিটাল ল্যাব, মাল্টিমিডিয়া, সুসজ্জিত গ্রন্থাগার যার ফলে শিক্ষার্থীরা চমrকার শিক্ষাবান্ধব পরিবেশে পঠন-পাঠনের সুযোগ পেয়ে নিজেদের মেধাকে শানিত ও বিকশিত করছে । পাঠ পরিকল্পনা ও নতুন শিক্ষাক্রম অনুযায়ী আনন্দপূর্ণ ও সহজ পদ্ধতিতে এবং শিক্ষার্থীদের উপযোগী করে ক্লাসে পাঠদান করা হয়ে থাকে । আর এসব কিছুর মূলে রয়েছে প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা শিক্ষকবৃন্দ , অভিভাবক ও পরিচালনা পষদের সমন্বয় ও আন্তরিকতা ।
নিয়মিত শ্রেণি পাঠ ও ধারাবাহিকতা মূল্যায়ন, ক্লাস টেস্ট, প্রস্তুতি যাচাই/পার্বিক, সেমিস্টার, অর্ধ বার্ষিক/বার্ষিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও অগ্রগতি যাচাই করা হয় । এই প্রতিষ্ঠানে পাঠ্য বইয়ের পাশাপাশি সহশিক্ষামূলক বিভিন্ন কাযক্রম পরিচালনা করা হয়ে থাকে । জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়ার্ড, বির্তক অনুষ্ঠান ও বিজ্ঞান মেলার আয়োজন এবং বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন ও বার্ষিক ম্যাগাজিন প্রকাশিত হয়।
এ প্রতিষ্ঠানটি সংস্কৃতিক ক্লাব, স্পোর্টস ক্লাব, কম্পিউটার ক্লাব, বিজ্ঞান ক্লাব ও ডিবেটিং ক্লাব, ইংলিশ স্পিকিং ক্লাব, সায়েন্স ক্লাব, সাধারণ জ্ঞানচর্চা ক্লাব, আরবী ও ইসলাম বিষয়ক ক্লাবের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে শিক্ষার্থীদেরকে বর্তমান প্রতিযোগিতামূলক পরিবেশের উপযোগী করে গড়ে তুলতে সহায়তা করা হয়। এই প্রতিষ্ঠানটিতে নিজস্ব ওয়েব সাইট আছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে পারে এবং প্রতিষ্ঠানের চলমান তথ্য সমূহ সম্পর্কে অবহিত হতে পারে ।
পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার জন্য রয়েছে প্রশস্ত খেলার মাঠ । প্রতিষ্ঠানটির বৃক্ষ শোভিত একটি চমrকার পরিবেশ রয়েছে যা অন্যত্র বিরল । শিক্ষার্থীদের মানোন্নয়ন ও সর্বাঙ্গীন কল্যাণে গৃহীত কার্যক্রম বাস্তবায়েনে শিক্ষার্থী, অভিভাবক ও সংস্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি । কারণ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সwম্মলিত প্রয়াসের ফলে শিক্ষার্থীদের পদোন্নতি ও চরিত্র গঠন করা সম্ভব।