EIIN: 108373, College Code: 1918, School Code : 1054
Khilgaonhighschoold@yahoo.com

খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকদের প্রদও দুটি নারিকেল গাছের চারা শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠানের ৪নং ভবনে যাওয়ার রাস্তার পাশে রোপন করা হয়।
বেশিরভাগ মানুষেরই প্রিয় ফল ডাব বা নারকেল। ডাব বা নারকেলের জল ও শাঁস অনেকেরই প্রিয়।
নারকেল বা ডাবের জল উপকারী বলেই মত চিকিৎসকদের। পাশাপাশি ডাব ও নারকেলের শাঁসও বিশেষ উপকারী।
নারকেলে ক্যালরি, সম্পৃত্ত ফ্যাট ও ফাইবার থাকে। এছাড়া নানা ধরনের খনিজ পদার্থও থাকে নারকেলে।
নারকেলে যে খনিজ পদার্থগুলি থাকে, সেগুলির মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ, তামা, সেলেনিয়াম, ফসফরাস, পটাশিয়াম ও লোহা।