Event / ***খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজর জন্ম কথা***

***খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজর জন্ম কথা***

** ১৯৬১ সালে খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর কক্ষে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির চালু করা হয়। ১৯৬২ সালে ৮ম শ্রেণিতে উত্তীর্ণকরণ করা হয়। ১৯৬৪ সালে বর্ত মান অবস্থানে স্থানান্তর করা হয়। তৎকালীন মহুকুমা প্রশাসক এরশাদুল হক, সিএসপি মহোদয়ের সার্বি ক সহযোগিতা এবং তাঁরই অনুপ্রেরণায় মরহুম সমসের আলী মুন্সি প্রতিষ্ঠানের জন্য জমি দান করেন। আরও জমি দান করেন মরহুম কেরামত উল্যাহ, মিজানুর রহমান, আঃ মজিদ, দছর উদ্দিন প্রমূখ।

Copyright reserved 2020

Developed by Soft Asia